নোবিপ্রবির শিক্ষকদের সহায়তা,একদিনের সমপরিমাণ বেতন প্রদান

৩ এপ্রিল, ২০২০ ১৯:১০  
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কর্মরত শিক্ষকদের এক দিনের বেতনের সমপরিমাণ সহযোগিতা করবে শিক্ষকরা। এই অর্থের কিছু অংশ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এবং কিছু অংশ শিক্ষক সমিতির তত্ত্বাবধানে প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নোয়াখালীতে খেটে খাওয়া প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য ও ঔষধ সরবরাহের জন্য ব্যয় করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে নোবিপ্রবি শিক্ষক সমিতি। শুক্রবার দুপুরে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং সাধারণ সম্পাদক মো. মজনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,সম্মিলিত সহায়তার অংশ হিসেবে নোবিপ্রবি শিক্ষক সমিতি কার্যকরী পরিষদ সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থের কিছু অংশ প্রধানমন্ত্রীর তহবিলে এবং কিছু অংশ শিক্ষক সমিতির তত্ত্বাবধানে প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নোয়াখালীতে খেটে খাওয়া প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য ও ঔষধ সরবরাহের জন্য ব্যয় করা হবে। এ অর্থ আগামী এপ্রিল মাসের প্রদেয় বেতন থেকে কর্তণ করা হবে। এ ব্যাপারে নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, নোবিপ্রবি শিক্ষকদের এক দিনের বেতন সামান্য হলেও দেশের এই দুর্যোগ মুহূর্তে কিছুটা হলেও মানবিক কাজে অবদান রাখবে বলেই আমরা বিশ্বাস করি।